মেনু নির্বাচন করুন

কর্মপরিকল্পনা

ভবিষ্যৎ পরিকল্পনাঃ
শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ) ও এর অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়াসে বর্তমান সময়ে বিম্নবর্ণিত পরিকল্পনার উদ্যোগ গ্রহণ ;
কর্মকৌশলঃ
(ক) বাংলাদেশ সরকার ও আবুধাবী তহবিলের/(শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান চ্যারিটাবল অ্যান্ড হিউম্যানিটেয়ারিয়ান ফাউন্ডেশন, আবুধাবী, ইউ.এ.ই) মধ্যে সম্পাদিত সম্মত কার্যবিবরণী অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা ; 

(খ) বনানীস্থ ইউ.এ.ই.মৈত্রী কমপ্লেক্সে ১.২৩ একর এবং আল-নাহিয়ান শিশু পরিবার, মিরপুর, ঢাকার ২.৭০ একর জায়গার যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করন  
(গ) সাধারণ শিক্ষার পাশাপাশি নিবাসী মেয়েদের কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা  করে তাদেরকে আত্মনির্ভরশীল করা ;
(ঘ) শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ) কর্তৃক পরিচালিত আল-নাহিয়ান উচ্চ বিদ্যালয়, মিরপুর, ঢাকাকে এমপিওভূক্তকরণের উদ্যোগ গ্রহণ করা ;
(ঙ) আল-নাহিয়ান প্রাথমিক বিদ্যালয়, মিরপুর, ঢাকা ও আল-নাহিয়ান প্রাথমিক বিদ্যালয়, লালমনিরহাটকে জাতীয় করণের উদ্যোগ গ্রহণ করা ;
(চ) দেশ ব্যাপী আল-নাহিয়ান শিশু পরিবার স¤প্রসারণ করতঃ এতিম ও দুস্থ শিশুদের প্রশিক্ষণ/স্বাবলম্বী করে গড়ে তোলার কার্যক্রম গ্রহণ করা।


৭।    কম্পিউটার প্রশিক্ষণ ঃ
       আল-নাহিয়ান শিশু পরিবারের নিবাসী শিশুদেরকে জাতীয় জীবনের মূল ধারায় সম্পৃক্ত করে প্রযুক্তি নির্ভর সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরী শিক্ষার মাধ্যমে নিবাসী মেয়েদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। নিবাসী মেয়েদের সমাজে সাবলম্বী এবং আর্থ-সামাজিক উন্নয়নে আল-নাহিয়ান শিশু পরিবার,মিরপুর,ঢাকা ও আল-নাহিয়ান শিশু পরিবার,লালমনিরহাটে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে সমাজে নিবাসীরা প্রতিষ্ঠিত হবে।
৮।    সেলাই প্রশিক্ষন ঃ
       আল-নাহিয়ান শিশু পরিবারের নিবাসী শিশুদেরকে সাধারণ শিক্ষার পাশাপাশি নিবাসী মেয়েদের সমাজে সাবলম্বী এবং আর্থ-সামাজিক উন্নয়নে আল-নাহিয়ান শিশু পরিবার,মিরপুর,ঢাকা ও আল-নাহিয়ান শিশু পরিবার,লালমনিরহাটে সেলাই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সেলাই প্রশিক্ষনের মাধ্যমে সমাজে নিবাসীরা প্রতিষ্ঠিত হবে।
৯।   ইসলামিক ফাউন্ডেশন আল-নাহিয়ান শিশু পরিবার,মিরপুর,ঢাকায় এতিম নিবাসীদের শুদ্ধভাবে কুরআন শিক্ষা ঃ
       সহজ কুরআন শিক্ষা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ধর্মীয় সেক্টরে বর্তমান সরকারের একটি জননন্দিত প্রকল্প। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন আল-নাহিয়ান শিশু পরিবার, মিরপুর, ঢাকায় এতিম নিবাসীদের শুদ্ধভাবে কুরআন শিক্ষার লক্ষ্যে ০৩ (তিন) জন নিয়োগ দেয়া হয়। সহজ কুরআন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই শুদ্ধভাবে কুরআন শরিফ তেলওয়াত করতে সক্ষম হচ্ছে। ফলে এ কার্যক্রমে নিবাসী মেয়েরা খুবই উপকৃত হচ্ছে।

                       

বর্ণিত প্রেক্ষাপটে দৃঢ় বিশ্বাস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মাননীয় মন্ত্রী, সচিব মহোদয় ও সংশিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ) অনুকরণীয় আদর্শ প্রতিষ্ঠান হিসেবে আগামী দিনে গড়ে উঠতে পারে।




Error
Whoops, looks like something went wrong.